
minar rahman - bhul shohore كلمات أغنية
কোথায় হঠাৎ হারিয়ে তুমি
বদলে পথের ঠিকানা
দেখছি কেবল
চার দেয়ালের হাহাকার
বইছে না আর দখিন হাওয়া
স্তব্ধ মোহের সীমানা
শুনছি একা
কাঠগোলাপের চিৎকার
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার
দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
এই ভুল শহরে
বদলে যাওয়া ঘোরের পৃথিবী
বদলে অবুঝ শিহরণ
আনমনেতে ইচ্ছেগুলোর অজুহাত
কথা ছিলো দেখবো দু’জনে
উড়তে থাকা শঙ্খচিল
আকাশ পানে
বাড়িয়ে আবার দুটো হাত
অনেক অভিমানের বন্ধ দরজা
আর তো কেউ নাড়েনা কড়া
একটি বার শুধু আর একটি বার
দাওনা মোরে সাড়া
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
খুঁজি তোমায় একা
পথের বাঁকে পথ হারিয়ে
দূরের উদাস আকাশ পেরিয়ে
এই ভুল শহরে
এই ভুল শহরে
كلمات أغنية عشوائية
- snoop dogg - let the bass go كلمات أغنية
- visa - don't go away كلمات أغنية
- aretha franklin - bring it on home to me كلمات أغنية
- current 93 - pomegranate كلمات أغنية
- cat power - always on my own كلمات أغنية
- ne yo - make it work (remix) كلمات أغنية
- countdown kids - bingo كلمات أغنية
- relient k - lion wilson كلمات أغنية
- aretha franklin - 14 angels كلمات أغنية
- marvin gaye - you're the one for me كلمات أغنية