
minar rahman feat. sajid sarker - shopoth lyrics
Loading...
সব যেন আছে আগেরই মতো,
lশুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ ।
জানি না ভুলে গেছো কি তুমি,
আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
জীবন হয়তো যাবে কেটে,
কান্না, হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো,
তোমার জন্য কথা জমা নীল খামে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
যাও দৃষ্টির অগোচরে যতো,
জেনো তুমি হারাবে না ।
শত মানুষের ভিড়ে,
খুঁজবো তোমার ঠিকানা ।
জন্ম থেকে জন্মান্তরে,
স্মৃতি গুলো যাবে রয়ে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
كلمات أغنية عشوائية
- caitlyn scarlett - needz lyrics
- pinc louds - soul in my body lyrics
- domnul udo - trap house lyrics
- control zeta - la febbre del sabato sera lyrics
- nachtmahr - rise and fall lyrics
- the starting line - leaving lyrics
- degs - just one second (mitekiss remix) - spread love sprayout lyrics
- hubert-félix thiéfaine - orphée nonante huit lyrics
- riding the low - she wanted to be burned lyrics
- itō kanako - fly to the sky lyrics