
minar rahman feat. sajid sarker - shopoth كلمات أغنية
Loading...
সব যেন আছে আগেরই মতো,
lশুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ ।
জানি না ভুলে গেছো কি তুমি,
আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
জীবন হয়তো যাবে কেটে,
কান্না, হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো,
তোমার জন্য কথা জমা নীল খামে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
যাও দৃষ্টির অগোচরে যতো,
জেনো তুমি হারাবে না ।
শত মানুষের ভিড়ে,
খুঁজবো তোমার ঠিকানা ।
জন্ম থেকে জন্মান্তরে,
স্মৃতি গুলো যাবে রয়ে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
كلمات أغنية عشوائية
- odette - dwell كلمات أغنية
- fifibae - paradise (prod. sogimura) كلمات أغنية
- young cloroplasto - plastide per sempre كلمات أغنية
- benzay - r3al l!f3 rock$tarr كلمات أغنية
- mewee - i'll be waiting كلمات أغنية
- ripsi winelover - dem boyzz كلمات أغنية
- 25/17 - осень (fall) كلمات أغنية
- james dangerous - freaks كلمات أغنية
- nayka - limo كلمات أغنية
- toddla t - happy place كلمات أغنية