milon mahmood feat. prome - oshomoy, pt. 2 كلمات الأغنية
Loading...
আমি তোমার কাছে প্রশ্ন করি বলো,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
সুখের এ কারণে হাজারও বারনে ছেড়েছ আমায়,
কতটা দূরে গিয়েছ তবু আমি ভুলিনি তোমায় ।
আজ তোমার কাছে প্রশ্ন করি বল,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
আমার এই জীবনে শয়নে স্বপনে চেয়েছি তোমায়,
কতটা যতনে স্মৃতি আজও টানে কাটেনা সময় ।
আজ তোমার কাছে প্রশ্ন করি বলো,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
كلمات أغنية عشوائية
- hey - mru-mru كلمات الأغنية
- hey - moogie كلمات الأغنية
- hey - kropla كلمات الأغنية
- hey - katasza كلمات الأغنية
- hey - karma كلمات الأغنية
- hey - gdy mnie sen zmorzy كلمات الأغنية
- hey - dreams كلمات الأغنية
- hey - delusions كلمات الأغنية
- hey - choice كلمات الأغنية
- michelle - out on my own (netherlands) كلمات الأغنية