
milon mahmood feat. prome - oshomoy, pt. 2 كلمات أغنية
Loading...

আমি তোমার কাছে প্রশ্ন করি বলো,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
সুখের এ কারণে হাজারও বারনে ছেড়েছ আমায়,
কতটা দূরে গিয়েছ তবু আমি ভুলিনি তোমায় ।
আজ তোমার কাছে প্রশ্ন করি বল,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
আমার এই জীবনে শয়নে স্বপনে চেয়েছি তোমায়,
কতটা যতনে স্মৃতি আজও টানে কাটেনা সময় ।
আজ তোমার কাছে প্রশ্ন করি বলো,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
كلمات أغنية عشوائية
- triángulo de amor bizarro - cripto hermanos كلمات أغنية
- jaywill (fra) - 10 ans d'âge كلمات أغنية
- melanie martinez - she will be loved (cover) كلمات أغنية
- faruk-0 - yenilgiler doğuştandır كلمات أغنية
- hotboykm - sincerely, كلمات أغنية
- m.m.m.f.d. - sickness ovadoze كلمات أغنية
- university of alabama - alma mater كلمات أغنية
- snooks (3) - signals and warnings كلمات أغنية
- maryen - собрал вечеринку (i’ve put together a party) كلمات أغنية
- big shooter 061, flowzy - wakeup! كلمات أغنية