
miles - shopno bhongo كلمات أغنية
Loading...
কত স্বপ্ন ছিলো দু’চোখে
কত আশা ছিলো এই বুকে
কত প্রেম কত কথা
কত হাসি গান
সে হাসি নেই তো আজ
হয়ে গেছে ম্লান।।
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।
বেদনায় কেঁদে উঠে মন যে আমার
ব্যথার সাগরে মিশে হয়ে একাকার
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।
কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়
স্মৃতির সড়কে এসে থমকে দাঁড়ায়।
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।।
كلمات أغنية عشوائية
- alex dag - shits crazy كلمات أغنية
- gucci (irn) - wrd2bro كلمات أغنية
- jhayns - yahwrjaoifgj كلمات أغنية
- animalfarm (fl) - we are disasters كلمات أغنية
- the kid unknøwn - what else? كلمات أغنية
- h3artch3rades - bargaining power كلمات أغنية
- blue souls - sharky doo كلمات أغنية
- directivo ultras xxi - somos nós كلمات أغنية
- omb peezy - around here كلمات أغنية
- noire-hero, vovanchoss, shah - sound of the death كلمات أغنية