miles - neela كلمات الأغنية
তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়
তোমাকে কাছে চায়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ফুলের মতো
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরও কাছে পেতে চাই
দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম…
كلمات أغنية عشوائية
- kaddisfly - the author كلمات الأغنية
- mc kay (mystikal creator kay) - tired كلمات الأغنية
- alice france & gawler - finally كلمات الأغنية
- sl3nd3r - scythe كلمات الأغنية
- droptopdre - pullin strings كلمات الأغنية
- alina pash - dykhaly كلمات الأغنية
- be steadwell - kinda can't stop كلمات الأغنية
- слова-паразиты (the fillers) - сердце (heart) كلمات الأغنية
- 101 clique & alonso f1 - acqua freestyle كلمات الأغنية
- sentino - genug ist genug كلمات الأغنية