kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

miles - neela كلمات الأغنية

Loading...

তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকেই শুধু চায়

কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়
তোমাকে কাছে চায়

ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়

নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

ফুলের মতো
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরও কাছে পেতে চাই

দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়

ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়

নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়

নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম…

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...