
miles - janiye dao كلمات أغنية
Loading...
নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়,
তুমিহীনা এই হৃদয় আমার
একাকী অসহায়,
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষন
কেন তুমি মিছে মায়ায়
বেধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও আমার এ প্রেম
তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেওনা।
আমার হৃদয় জুড়ে, শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে।
অকারণ অভিমানে, তুমি চলে যেওনা
মায়াবী এ বাঁধন ছিড়ে,
দূরে সরে যেওনা।
كلمات أغنية عشوائية
- matt sad - $car كلمات أغنية
- white trash - ceiling كلمات أغنية
- mokoma - ihmissokkelo كلمات أغنية
- isbjerg - taletid كلمات أغنية
- sleeb كلمات أغنية
- obn dev - fake bin كلمات أغنية
- tenzo - crazyfoes كلمات أغنية
- miranda! - latidos كلمات أغنية
- sito vrse - na de tu amor كلمات أغنية
- tidus duffer - the sky (going to the sky) كلمات أغنية