miftah zaman - please nijer kheyal rekho كلمات الأغنية
কেন এতো দিন পরে, আজ তোমায় মনে পরে,
আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে।
কেন এতো দিন পরে, আজ তোমায় মনে পরে
আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে।
আমার লাগছে যে অসহায়, একলা এই না ঘরে
তুমি রেশমি বিছানায়, ডুবে আছো কার আদরে।
আমার লাগছে যে অসহায়, একলা এই না ঘরে
তুমি রেশমি বিছানায়, ডুবে আছো কার আদরে।
আজ তুমি রাতের তারা, তবু আমি আলোহারা
তোমায় দেয় কে পাহারা, আমি দূরে দিশেহারা।
আজ তুমি রাতের তারা, তবু আমি আলোহারা
তোমায় দেয় কে পাহারা, আমি দূরে দিশেহারা।
আমার হয়না ছোঁয়া তোমায়, স্বপ্ন কেনার দরে
তুমি নতুন ঠি’কানায়, সুখ খোঁজো কার গভীরে।
আমার হয়না ছোঁয়া তোমায়, স্বপ্ন কেনার দরে
তুমি নতুন ঠি’কানায়, সুখ খোঁজো কার গভীরে।
আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো
আমি আমার মতো না হয়
প্লিজ, নিজের খেয়াল রেখো।
আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো
আমি আমার মতো না হয়
প্লিজ, নিজের খেয়াল রেখো।
অনেক ভালো থেকো
প্লিজ, নিজের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো।
كلمات أغنية عشوائية
- samara joy - have yourself a merry little christmas كلمات الأغنية
- food fight! - watch without a wish كلمات الأغنية
- hijo - gameboy كلمات الأغنية
- lgoony - wtf كلمات الأغنية
- b amaliete - amor prohibido كلمات الأغنية
- natusha - tengo ganas de llorar كلمات الأغنية
- gunship - postcard from the american dream كلمات الأغنية
- terror x crew - hip hop hooligan (an club '95) كلمات الأغنية
- patricia o'callaghan - a singer must die كلمات الأغنية
- aretha henry - whisper كلمات الأغنية