
miftah zaman - please nijer kheyal rekho كلمات أغنية
কেন এতো দিন পরে, আজ তোমায় মনে পরে,
আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে।
কেন এতো দিন পরে, আজ তোমায় মনে পরে
আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে।
আমার লাগছে যে অসহায়, একলা এই না ঘরে
তুমি রেশমি বিছানায়, ডুবে আছো কার আদরে।
আমার লাগছে যে অসহায়, একলা এই না ঘরে
তুমি রেশমি বিছানায়, ডুবে আছো কার আদরে।
আজ তুমি রাতের তারা, তবু আমি আলোহারা
তোমায় দেয় কে পাহারা, আমি দূরে দিশেহারা।
আজ তুমি রাতের তারা, তবু আমি আলোহারা
তোমায় দেয় কে পাহারা, আমি দূরে দিশেহারা।
আমার হয়না ছোঁয়া তোমায়, স্বপ্ন কেনার দরে
তুমি নতুন ঠি’কানায়, সুখ খোঁজো কার গভীরে।
আমার হয়না ছোঁয়া তোমায়, স্বপ্ন কেনার দরে
তুমি নতুন ঠি’কানায়, সুখ খোঁজো কার গভীরে।
আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো
আমি আমার মতো না হয়
প্লিজ, নিজের খেয়াল রেখো।
আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো
আমি আমার মতো না হয়
প্লিজ, নিজের খেয়াল রেখো।
অনেক ভালো থেকো
প্লিজ, নিজের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো।
كلمات أغنية عشوائية
- the stone roses - this is the one كلمات أغنية
- da ruckus - 150 mc's كلمات أغنية
- johnée - not ur babe كلمات أغنية
- cazzette - sleepless (a-trak remix) كلمات أغنية
- ironik - stay with me ft. ny [acoustic version] كلمات أغنية
- banda los recoditos - carita de inocente كلمات أغنية
- timeless - ultraviolett كلمات أغنية
- blacka - tudo alto كلمات أغنية
- russell! - monster كلمات أغنية
- automatick47 - dracula كلمات أغنية