miftah zaman - obosheshe كلمات الأغنية
চলেছি পথে অন্তহীন
শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি
আমারই প্রতীক্ষায়
দেখবে তোমাকে আমার দু নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধুসর ভূবন কৃষ্ণচুড়ার ছোঁয়ায়।।।
ব্যাথা ভরা এই মনের লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পুজায়
ব্যাথা ভরা এই মনের লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পুজায়
ভাঙবে তুমি ভুলের কপাল ভালবাসার মায়ায়।
দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।
কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারেবার
কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারে বার
আনবে তুমি রঙের দিশা
স্বপ্ন গড়ার ধরায়
দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।
চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
রাঙ্গালে তুমি ধূসর ভূবন
ভালবাসার ছোঁয়ায়।
كلمات أغنية عشوائية
- max zorn - solo كلمات الأغنية
- blicko - the big bang كلمات الأغنية
- tornado club feat. the kite string tangle & woodes - something was missing كلمات الأغنية
- lei - #itgetsbetterfreestyle كلمات الأغنية
- niviro - night & day كلمات الأغنية
- inevitable end - chamber of apathy كلمات الأغنية
- new world dis order - no love كلمات الأغنية
- rat tv - дисс на жожо (diss on jojo) [right version] كلمات الأغنية
- j-7 bars - are you joking? كلمات الأغنية
- di sax - не уснуть كلمات الأغنية