
miftah zaman - obelai كلمات أغنية
তুমি এসেছিলে আমারই কাছে
ভালোবাসবে বলে
তুমি এসেছিলে আমারই কাছে
ভালোবাসবে বলে
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি তুমি
বুঝতে পারিনি আমি
বুঝতে দাও নি
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
নীরবে চেয়েছিলে
আমার চোখের পানে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
যখন তুমি গান গেয়েছিলে
আপন করে মোরে ডেকেছিলে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
আমি তখন কোন নেশার টানে
তোমায় ফেলে অনেক দূরে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যথা আড়াল করে
তুমি শুধু হেসেছিলে
সব ব্যাথা আড়াল করে
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
এখন আমি একা বসে
আমায় রেখে তুমি গেছো চলে
কোথায় আজ হারালে তুমি
কোথায় আজ হারালে তুমি
আগে তোমায় কেনো
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি, বুঝিনি আমি
বুঝিনি আমি…
كلمات أغنية عشوائية
- renato teixeira - flor do vidigal كلمات أغنية
- keeys da great - dilemma كلمات أغنية
- xiv - 10-ft tower كلمات أغنية
- conor adams - head of a lion كلمات أغنية
- savannah dexter and adam calhoun - just hold on كلمات أغنية
- badboy berlin - hmm كلمات أغنية
- skow mansion - c’est plus un freestyle #3 en vrai كلمات أغنية
- coffin rot - forced self-consumption كلمات أغنية
- incendiary - victory in defeat كلمات أغنية
- little hurt - my head hurts كلمات أغنية