
miftah zaman - grohon كلمات أغنية
Loading...
নেভে যাওয়া সাঁঝের প্রদীপ আবার জেগে উঠবে
না ফোটা সে গোলাপ কলি নতুন করে ফুটবে
নেভে যাওয়া সাঁঝের প্রদীপ আবার জেগে উঠবে
না ফোটা সে গোলাপ কলি নতুন করে ফুটবে
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে
অরুণ আলোর তরুণ আভায় আমার পরশ লাগবে
অর্ধপথে থেমে ছিলে পিছু ফিরে চাওনি
অপেক্ষাতে দাঁড়িয়ে ছিলাম দেখতে আমায় পাওনি
থমকে ছিল হিমেল বাতাস পথের বনফুল
হৃদয় ছিল রক্তগঙ্গা তোমাতে ব্যাকুল
সকল ভুলে আবার হয়তো হাতে দু’হাত রাখবে
হাতে দু’হাত রাখবে…
শেষ বেলাতে ডাকবে হয়তো নিথর রবো আমি
সাদা কাপড় জড়ানো আমায় দেখতে চাইবে তুমি
দর্শনার্থী হবে তুমি হাজার লোকের ভিড়ে
দেহ তরী ডুববে যখন জীবন নদীর তীরে
আঁধার শেষে আলো এসে তোমার গায়ে মাখবে
আঁধার শেষে আলো এসে তোমার গায়ে মাখবে
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে
অরুণ আলোর তরুণ আভায় আমার পরশ লাগবে
كلمات أغنية عشوائية
- kelly willis - i'm just lonely كلمات أغنية
- nesquik boyz - интро كلمات أغنية
- elsebi - waka waka كلمات أغنية
- hal (england) - coming right over كلمات أغنية
- raye - south east london كلمات أغنية
- john wesley harding - in paradise كلمات أغنية
- pjthegiant & lxnce - unspoken troubles كلمات أغنية
- renata przemyk - zona كلمات أغنية
- la barranca - los muertos كلمات أغنية
- khuli chana - hape 3.0 كلمات أغنية