metrical - firey esho كلمات الأغنية
Loading...
বহুদিন পর মনে পরলো তোমায়
স্মৃতি মাঝে ছিড়ে যাওয়া কোন পত্রে,
অনুভবে তুমি আছো ছায়া হয়ে
আমার পৃথিবী এখনো তোমায় নিয়ে।
আমার আকাশে বৃষ্টি হবে আবার
ভিজবো দুজন একসাথে,
সৃষ্টি হবে নতুন কোন সপ্ন
মাতাল করা এই রাতে
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
চাই আমি তোমায় নতুন করে
চলবো এ পথটা আবার তোমায় ধরে
ছুটে যাবো দূরে হারাবো অজানায়
আমার এ মনটা শুধু তোমাকেই চায়।
আমার সপ্নগুলো মেলবে ডানা আবার
এনেদেবে তোমায় নতুন জোয়ার
ভাটা পরে যাবে বিষাদ অবসাদের
যদি এ হাতটা ধর আমার ।
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
كلمات أغنية عشوائية
- car bomb - lower the blade كلمات الأغنية
- carceri - the cleansing كلمات الأغنية
- cataract - two seconds كلمات الأغنية
- latent anxiety - dirty baby كلمات الأغنية
- roxx gang - too cool for school كلمات الأغنية
- vaya con dios - paradise كلمات الأغنية
- everly brothers - torture كلمات الأغنية
- restless heart - no end to this road كلمات الأغنية
- natalie cole - i haven't got anything better to do كلمات الأغنية
- one eyed doll - black forest كلمات الأغنية