kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mehreen - tumi aacho boley كلمات أغنية

Loading...

তুমি আছো বলে… মৌন কথোপকথন
তুমি আছো বলে… পৃথিবীটা লাগে আপন
তুমি আছো বলে পাশে, হিমেল স্নিগ্ধতা হাওয়ায়

তুমি আছো বলে পাশে, সবি ভাল লাগে অবেলায়

তুমি আছো বলে… বা
জোনাকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছো বলে…
চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুল ফুটেছে।।

মনে’র এই মনিকোঠায়, বিশ্বাস অমলিন
কখনো না যেন ফুরায়, এই সুখের দিন
এই দিনের স্মৃতিমাখা কথা কখনোয় ভুলে যেওনা
ছোট খাটো ভুলে তুমি যেন দূরে যেওনা

তুমি আছো বলে… ব
জোনাকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছো বলে…
চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুল ফুটেছে।।

আজ তুমি বলেই পাশে, সবি খুঁজে পাই
চাইনাতো আর এই আমি, ক্ষনিকের সময়
এই দিনের স্মৃতিমাখা কথা, কখনোয় ভূলে যেওনা
ছোটখাটো ভূলে তুমি যেন, দূরে যেওনা

তুমি আছো বলে… লু
জোনাকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছো বলে…
চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুল ফুটেছে।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...