kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mehedi hasan nil - ekhono alo ashe كلمات أغنية

Loading...

নিখিল দিয়েছিলো নরক নগ্নতা
আমার চোখে ছিলো অমলিন দৃষ্টি,
হৃদয় ছুয়েছিল মেঘের মগ্নতা
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি
গুটিয়ে নিলে হাত, আঙুল সোনালিমা.
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না।
সহসাই কন্ঠে নেমে এল কালিমা.
ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না।
এখনো আলো আসে. জানালা খোলা রাখি.
পেছনে গান গায়, খাচায় পোষা পাখি।

আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়,
আশায় বাধেঁ ঘর হলুদাভ রাত্রি।
জোছনা পাতা ঝরে মাটিতে শিহরায়
উদাসী প্রান্তর উদাসী যাত্রী…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...