meghdol - thik thak كلمات الأغنية
Loading...
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাকের এই শহরে
উঁচু-নিচু আঁকা সব দেয়ালে
নাগরিক সব ফুল ফুটে থাক
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বল
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
নগরের মতো যেন যানজট
মাথার ভেতর থেকে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
ওলট পালট হয়ে যায়
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
كلمات أغنية عشوائية
- various artists - chinita كلمات الأغنية
- under side feat. mastadonte - todo o nada كلمات الأغنية
- dinda wine feat. dycal siahaan - i am popular كلمات الأغنية
- cflynna - remember your face كلمات الأغنية
- pretty young thing - di na maibabalik كلمات الأغنية
- vaggelis kakouriotis - girizo selida كلمات الأغنية
- ivet vidal - do you want me كلمات الأغنية
- big russian boss - жизнь (life) كلمات الأغنية
- seppuku - m.c. كلمات الأغنية
- judy henske - rapture كلمات الأغنية