
meghdol - muthophone كلمات أغنية
করতলে ছিন্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন
দিনরাত্রি গুনগুনগুন
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
তোমার আমার যৌথ ডানার আকাশ
তোমার আমার যৌথ ডানার আকাশ
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
كلمات أغنية عشوائية
- rayd - let's go كلمات أغنية
- king of the dot - b. dot vs. cortez كلمات أغنية
- prem sylvester - essay كلمات أغنية
- sarius - karma wraca كلمات أغنية
- moscow17 - mad about bars كلمات أغنية
- sean hampton - pole muzik كلمات أغنية
- d.a. - farm كلمات أغنية
- sheer mag - worth the tears كلمات أغنية
- alaska - so hard كلمات أغنية
- katie carroll - paper girl كلمات أغنية