
meghdol - e hawa كلمات أغنية
Loading...
রাত্রীর ট্রেন
করুণ শঙ্খের মতো
মায়ের মুখে প্রথম শোনা গান
জন্মাবধি একটা অন্ধ নদী
ডুকরে কাঁদা মুক্তি দিল গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
কোথায় ছিলাম?
কোন শব্দের ভেতর
অক্ষরগুলো চূর্ণ আলো
কোন আবেগে, কোন নৈঃশব্দ্যে
ধরব তারে আমার প্রথম গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
কোথায় থাকে হারানো সুর
রহস্যনীল myth_এর বাগান
ফিরতি পথে, মস্ত আকাশ
অস্ফুট স্বর, ধুলোর গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া…
كلمات أغنية عشوائية
- tninety - a night to forget كلمات أغنية
- medo & manuellsen - limit كلمات أغنية
- kélanie - fall? كلمات أغنية
- manu militari - quiconque meurt, meurt à douleur كلمات أغنية
- david bowie - space oddity (deram version) كلمات أغنية
- skarntyde - flukt til kulden كلمات أغنية
- elicê - nba eligang كلمات أغنية
- yeat - idgaf* كلمات أغنية
- krankšvester - tossni mi salatu كلمات أغنية
- boby cornelius & t-desco - demon كلمات أغنية