
meghdol - bebochched كلمات أغنية
চতুর্মাত্রিকায় ভূমণ্ডলায়ন নারায়ণী নমস্তুতে
প্রেত_সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে
চতুর্মাত্রিকায় ভূমণ্ডলায়ন নারায়ণী নমস্তুতে
প্রেত_সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে
(চতুর্মাত্রিকায় ভূমণ্ডলায়ন নারায়ণী নমস্তুতে
প্রেত_সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে)
একটা ব্যবচ্ছেদ_যন্ত্র
একটা হাইড্রোজেন স্ট্রফি নিয়ে যা খুশি করো
দেখবে সম্ভব হয়েছে উৎকৃষ্টতম আণবিক বিষ্ফোরণ
তারপর ভাবো[?] ভ্রুণের মজাদার সব বিকৃতি
একেই বলে প্রসন্ন নরমেধ
এটা কিন্তু বেশ গণতান্ত্রিকও বটে
ছিন্নভিন্ন মানুষ বিনা যে গণতন্ত্র হয় না
মুক্ত বিশ্বে সমানভাবে প্রত্যেকে উন্নত_ঊর্ধ্বমুখী হবে
অন্তিম সেই প্রোজ্জ্বল তেজস্ক্রিয়তার ভেতর
(একটা ব্যবচ্ছেদ_যন্ত্র
একটা হাইড্রোজেন স্ট্রফি নিয়ে যা খুশি করো
দেখবে সম্ভব হয়েছে উৎকৃষ্টতম আণবিক বিষ্ফোরণ
তারপর ভাবো[?] ভ্রুণের মজাদার সব বিকৃতি
একেই বলে প্রসন্ন নরমেধ
এটা কিন্তু বেশ গণতান্ত্রিকও বটে
ছিন্নভিন্ন মানুষ বিনা যে গণতন্ত্র হয় না
মুক্ত বিশ্বে সমানভাবে প্রত্যেকে উন্নত_ঊর্ধ্বমুখী হবে
অন্তিম সেই প্রোজ্জ্বল তেজস্ক্রিয়তার ভেতর)
চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে
প্রেত_সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে
(প্রেত_সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে)
চুপসে যাওয়া বেলুন_মুখরতা
হায়, হায়, হায়, মানবতা, মানবতা
(মানবতা)
নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল
নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল
(নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল)
নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল
(গড়ে তোলে ধ্বংসের মহাকাল)
শত শত ব্যবচ্ছেদে লেগে থাকা ক্রন্দন
(আর ভুলে যাওয়া ইতিহাস তোমাদের বুকের স্পন্দন)
শত শত ব্যবচ্ছেদে লেগে থাকা ক্রন্দন
(আর ভুলে যাওয়া ইতিহাস তোমাদের বুকের স্পন্দন)
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
(অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই)
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
(অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই)
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
(অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই)
তবুওওওওওওওওওওওও
রুখে দাঁড়াই আমরা
ঘুরে দাঁড়াই আমরা
ফিরে দাঁড়াই
كلمات أغنية عشوائية
- nas - my bible كلمات أغنية
- tk (prt) - desajuste كلمات أغنية
- joseph & maia - dying to leave كلمات أغنية
- devin millar - unite كلمات أغنية
- khirki - black and chrome كلمات أغنية
- lumarh - o9me كلمات أغنية
- lucas omni - pretend كلمات أغنية
- amir tataloo - dobare lash new version كلمات أغنية
- switchfoot - if i were you كلمات أغنية
- kasher quon - chauncey billups كلمات أغنية