
mechanix-মেকানিক্স - bisshoy-বিস্ময় كلمات أغنية
Loading...
আমার ক্লান্ত চোখ ভেজা
পাতার ঘামের মত
ডুবে যায়
এইসব চোখ ভেজা
উষ্ণ ডানায়
আমার ক্লান্ত চোখ ভেজা
পাতার ঘামের মত
ডুবে যায়
এইসব চোখ ভেজা
উষ্ণ ডানা
স্পর্শে ডুবে থাকে
যেন নীল ঢেউয়ে
জ্বলে উঠে
এমন বিস্ময়
তোমরা বলেছো
বিস্মৃতি অথচ
জীবন আঁকড়ে জেগে
থাকে একি স্মৃতি
বাজে নীরব স্বরে
তোমাদের হাতের ছায়া
উড়ে আসা শীতের যৌবন
এই যে যুগল হাত
বিষন্ন দিনের মত
স্পর্শে ডুবে থাকে
জ্বলে উঠে
এমন বিস্ময়
كلمات أغنية عشوائية
- husmusen - random skit كلمات أغنية
- methat - месси (messi) كلمات أغنية
- fly anakin - the invitation كلمات أغنية
- los fiascos - skate the zoo كلمات أغنية
- ezginin günlüğü - erotik gazel كلمات أغنية
- methat - вряд ли (unlikely) كلمات أغنية
- synanthrope - gardening at night كلمات أغنية
- lcn! (wa) - color me pretty كلمات أغنية
- young drizzle - old habits كلمات أغنية
- tricky crazzy - лунный свет (moonlight) كلمات أغنية