md shagor hossen - tumi josna كلمات الأغنية
তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা
তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা
বল জোছনা এখানেতে আসতে কতক্ষণ
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
আমায় ফাঁকি দিয়াছে
আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি
আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি
দাদারে দাদীরে আমি কি দিয়ে বোঝায়
কাঙ্খে কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
আমায় ফাঁকি দিয়াছে
কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া
এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া
কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া
এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া
আরে চল চল চল বন্ধু ঘরে ফিরে যায়
দাদা আর দাদীরে গিয়া নিরালায় বোঝায়
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
আমায় ফাঁকি দিয়াছে
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
আমায় ফাঁকি দিয়াছে
ও জোছনায় ফাঁকি দিয়াছে
আমায় ফাঁকি দিয়াছে
كلمات أغنية عشوائية
- bouncing souls - better days كلمات الأغنية
- boudewijn de groot - zonder vrienden kan ik niet كلمات الأغنية
- bouncing souls - blind date كلمات الأغنية
- juan gabriel - una ves mas كلمات الأغنية
- bouncing souls - bryan's lament كلمات الأغنية
- az - life's a bitch (feat. nas) كلمات الأغنية
- az - it's a boy thing كلمات الأغنية
- paul mccartney - just because كلمات الأغنية
- bouncing souls - born free كلمات الأغنية
- la oreja de van gogh - mientras quede por decir una palabra كلمات الأغنية