![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
mcc-e mac - gobhire كلمات الأغنية
[intro: gk kibria]
ছন্নছাড়া মনে, এসেছ গোপনে
মুখে বলেছি যে, নিয়ো না তো টেনে
অজানাকে ভুলে সাজা খেটে চলি
জানি শোধরানো হবে না কখনো
[chorus: gk kibria]
তবু গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
গভীরে গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
সে পাশে নাই, কী জানি নাই
সে পাশে নাই, কী জানি নাই
[verse 1: gk kibria]
roses be red light
violets are dying
outside i’m smiling
inside i’m crying
blue sky, blue sky
people here living to die
another day with you, my love
i can never be alive
তুমি রানি হবে বলে
যুদ্ধগুলো দেখ চলে
আমার পোলাপাইন একসাথে বলে
আপুটা কার জানি কোলে
[verse 2: mcc_e mac]
ভালোবাসা ছিলো নাকি কম ক
নাকি আবেগেরি টান টান
বেড়ে হয়ে গেলো ভয়
ভয় থেকে শুরু হলো ক্ষয়
ক্ষয় হয়ে গেলো পরাজয়
জয় পেয়ে যাবো যেটা হয়
সেটা হয় ভালো হয়
আমার গল্পটা ভালো হয়
তবে সব কল্পনাগুলো কালো হয়
যত লেখি ততো মোছা হয়
যত ধোঁকা ততো শেখা হয়
চোখ ছোটো থেকে বড়ো হয়
এলোমেলো সমাজে ব্যস্ত আমি
ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ঠ আমি কি?
পথভ্রষ্ট আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ঠ আমি কি?
[pre_chorus: mcc_e mac]
ভালোবাসা ধোঁকা, ধোঁকা
ভালোবাসা ধোঁকা, ভালোবাসা ধোঁকা
ভালোবাসা ধোঁকা, ধোঁকা
ভালোবাসা ধোঁকা, ভালোবাসা ধোঁকা
[chorus: gk kibria]
তবু গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
গভীরে গভীরে, সে থাকে গভীরে
যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে
সে পাশে নাই, কী জানি নাই
সে পাশে নাই, কী জানি নাই
[outro: gk kibria]
কলিজাতে দাগ, সেটা দেখা যায় না
দেখা যায় না, দেখা যায় না
আমার মুখে হাসি রাখি, তাই চেনা যায় না
চেনা যায় না, চেনা যায় না
كلمات أغنية عشوائية
- leah nobel - we never really leave each other كلمات الأغنية
- axol x alban chela - psyche كلمات الأغنية
- seewoow - цель (purpose) كلمات الأغنية
- elly & andrew - лайнер كلمات الأغنية
- fetty wap - like a star (stargate version) كلمات الأغنية
- manas ghale - la ta ma ta كلمات الأغنية
- erbay aras, niza & bohem kaos - tuzaklar كلمات الأغنية
- juice wrld - out the cage كلمات الأغنية
- mike cooley, patterson hood, & jason isbell - tva كلمات الأغنية
- blake and josh, emily pazik - plumber and princess كلمات الأغنية