
mc mugz - kon se para كلمات أغنية
[intro: mc mugz]
ladies and gentlemen (this that hood rap)
let me re_introduce myself (hood, hood rap)
my name is mc mugz (this that hood rap, yo hood)
ওরফে বাংলা rap জগতে ঢাকাইয়া পোলা, ah, ay
[chorus: mc mugz]
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর_১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
লুঙ্গি পিন্দা ঢুকে যারা ফেরত পাঠাই লুঙ্গি ছাড়া
[verse 1: mc mugz]
ও, কথা হুনলে চোখে দেখবেন অল্লি_গল্লি
পুরান ঢাকার চ্যাঙরা পোলাপাইনগো যত ছল্লি_বল্লি
উই যাই করলি ভালা করলি, টাল্লি_বাল্লি চাম্পাতলি
কানাগলি, নিমতলি, ভূতেরগলি
বেইলিরোডের সুগারেতে, দয়াগঞ্জের সুগারেতে
চালু যাইবেন uber_এতে
রাস্তাঘাটের hooker_এতে
রথখোলা থিকা সোজা বটতলা woofer_এতে
নিউমার্কেটের সুপারে না কলাবাগান ঘুপারেতে
আমতলী, জামতলী, চাঁনপুরের বেলতলী
ঠিক_ঠিকানা কোনসে থানা?
হক্সবাজার, কলাতলী, ফেনী থিকা নোয়াখালী
গাজীপুরতে খামারবাড়ি
চলছে গাড়ি যাত্রাবাড়ী, মিটফোর্ডতে নোয়াববাড়ি
চানখাঁরপুল আর বাগিচাতে, নতুনরাস্তা বালুরঘাটে
কায়েতটুলি, মাহুতটুলি, টিকাটুলি,সোয়ারীঘাট
নীলক্ষেততে ঢাকেশ্বরী, উর্দু রোড আর সদরঘাটে
পলাশীরতে কসাইটুলী, পঁচাশিরতে চান্দিরঘাটে
[chorus: mc mugz]
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর_১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে_? মাঠের ভিত্তে পাগলপাড়া
লুঙ্গি পিন্দা ঢুকে যারা ফেরত পাঠাই লুঙ্গি ছাড়া
[verse 2: mc mugz]
007 হইসে আমগো রনির বুড়িরবাড়ি
তামক টাইনা পানি মাইরা slice কইরা ছুরি মারি
কই? ভাঁজাপোড়া, আলুরচপ আর পুরি_পারি
সন্ধ্যাবেলায় bike_এ চইরা পোলাপাইন সব ঘুড়ির গাড়ি
বেগমবাড়ি, শিববাড়ি, গোপবাড়ি dope মারি
কাপড় লইয়া পারাপারি, গোসল কইরাই তালা মারি
কলটিপা গল্লিরতে পাকিস্তান মাঠ, আলাবাড়ি
খালাতো ভাই মালয়েশিয়া, বকশীবাজার খালার বাড়ি
এইডা মামু ঢাকা, পোলাপাইন সব খা_খা
মুরগী গিলি হাঁকা, আমগো ইদের রাস্তা ফাঁকা
রাস্তা আঁকাবাঁকা উপ্রে ঘোড়ার গাড়ির চাকা
তলে পোলাপাইন কয়, “কাকা, আমরা টাকার ক্ষেত্রে পাঁকা”
৩০ দিনে রোযা, ৪০ দিনে চিল্লা, কইরা
নাজিরাবাজারে যাইয়া খাইবেন বিসমিল্লাহ
শাহবাগের জাদুঘরতে লালবাগের কিল্লা (say what?)
মিল্লা_ঝিল্লা সবটি direct কুমিল্লা
[chorus: mc mugz]
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর_১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে_? মাঠের ভিত্তে পাগলপাড়া
লুঙ্গি পিন্দা ঢুকে যারা ফেরত পাঠাই লুঙ্গি ছাড়া
[verse 3: mc mugz]
ও, সিরাজগঞ্জতে কুষ্টিয়া ভেড়ামারা
ডাঙ্গেরবাজার থিকাদৌলতপুর মাঠপাড়া
বোয়ালনগর, রায়সাহেববাজার, পোস্তগোলা, গেণ্ডারিয়া
মাওয়া থিকা পাটুরিয়া, কেওরাকান্দি, দৌলতদিয়া
নারায়ণগঞ্জ পাগলাতে, কুতুবখালী কাজলাতে
beat বাজাই speaker_এ সব কাঁচ কাঁপাই জালনাতে
মন্দির গল্লি থিকা মৌচাক আর বাড্ডাতে
জাউরা পোলাপাইনগো যত জানোয়ারের আড্ডাতে
ছবির প্রথম scenery, গরিব লোকের বিমারি
গণকটুলি কলোনিতে হাজারীবাগ ট্যানারি
[bridge: mc mugz]
কোন এলাকায়? কোনসে থানায়?
ঠিক_ঠিকানা, কোনসে পাড়া?
জেলখানার ভিতরে যত বুড়া_বুড়ি, গুড়া_গাড়া
ভাটা মসজিদ থিকা লইয়া, ছাপড়া মসজিদ আজিমপুরে
চরে যামু পরে, পয়লা বাত্তি জ্বালা ঘরে
ফকিরাপুল পানির ট্যাংকি থিকা সোজা মুগদাপাড়া
নিতাইগঞ্জতে জালিপাড়া, কথা দিয়া ছবি কারা?
[chorus: mc mugz]
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর_১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক_ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
লুঙ্গি পিন্দা ঢুকে যারা ফেরত পাঠাই লুঙ্গি ছাড়া
[outro: mc mugz, disc scratch]
this, check
this that hood rap, yo, hood
yo, check hood, hood rap
ah, this, check this that hood rap, yo, hood
ayo, check hood, this that hood rap
ah, this, check this that hood rap, yo, hood
ayo, ah, this, check this that hood rap, yo, hood
ayo, check hood, this that hood rap, ah
yo, check hood rap, the hood rap
كلمات أغنية عشوائية
- gentle bones & myrne - 5he dgaf كلمات أغنية
- ii3sz - my own way كلمات أغنية
- lil 17 - relate كلمات أغنية
- antipatikoz - me chupa un huevo كلمات أغنية
- ceca - zagrljaj كلمات أغنية
- suns of light - appreciate life كلمات أغنية
- modern guns - die on the same burden كلمات أغنية
- lil sheitan - emotrip كلمات أغنية
- s2edy - jack 2 كلمات أغنية
- ae budis - stable كلمات أغنية