
mc mugz - bankas كلمات أغنية
[intro]
হোপ, feels like a brand_new day (aha)
reppin’ dhk all the way
y’all already know what it is (uh)
it’s about to be a nasty situation
that boy bihan on the track
(check me out, mc mugz)
we ‘bout to dropping like this, yo
word up, ayo
[chorus]
আব্বে bankas
chocolate চোখে পিন্দা sunglass
তার মায়রে আমি_
লুঙি পিন্দা film_এর ভিত্রে পান খাস
হেই, ১২ মাস একই পুরান গান গাস
আর কমদামী ঘাস_পাশ
সব মাথার ভিত্রে লয়া বাজা পুঙ্গি
old town_এর হাবভাব আর ভঙ্গি
বেডা মাইনষের নিচের লুঙি
ছেম্রি মাইনষের নাকি চুঙ্গি, আঃ!
মসজিদ আর মাদ্রাসা, মন্দিরতে
রিকশাওয়ালার ঘণ্টিরতে
পকেটমাইরের ফন্দিতে
[bridge]
oh sh_t, it’s about to be a nasty situation
y’all already know what it is
one of the illest emcees on the microphone
to represent bangladesh
[verse 1]
আব্বে, গুমখার মাক্ষি
চোরের গোয়া মারি, ছ্যাচ্ছর!
তগো melody সব pattering
ice_cream_এর saccharine
জিন্দেগী buffering আর
lowest in the summery
ঢোল পিটায় ফালাফালি
ছাদের উপ্রে বালাবালি
আটটারতেই ঢালাঢালি
আর ভোর রাইততে গালাগালি
lightman_রে ডাকা
বাত্তি_বুত্তি নিভা
hardcore flovour
lyrics bomb আর room shaker
midnight sleeper দেশি gatekeeper
slash বাংলা_rap এর teacher
solo গানে কম feature
কাঁটা তাঁরের বেড়ার থিকা পোলার মুখে bandana
মাথার উপ্রে fit কইরা বহায় থুমু antеnna
ডাকাতিতে কমলাপুরের কাবাডি
আর বকরির ঈদের time_এ দেখবেন মোল্লার হাতে চাপাটি
ক্যা চিনায় দিসি ঘুইরা খা, ঝাওইয়ালি গান ঝাউলি
গান হুইনাই auto বামে ভেসপা মারে বাউলি
জটা চুলে বাজায় bangla rap গান mc মাউলি
আমগো old town_এর কাওয়ালিরে slang_এ ডাকি কাউলি
[chorus]
আব্বে bankas
chocolate চোখে পিন্দা sunglass
সব ঢাকাইয়ার part লয়া film_এর ভিত্রে পান খাস
হেই, ১২ মাস একই পুরান গান গাস
আর কমদামী ঘাস_পাশ
সব মাথার ভিত্রে লয়া বাজা পুঙ্গি
old town_এর হাবভাব আর ভঙ্গি
বেডা মাইনষের নিচের লুঙি
ছেম্রি মাইনষের নাকি চুঙ্গি, আঃ!
মসজিদ আর মাদ্রাসা, মন্দিরতে
রিকশাওয়ালার ঘণ্টিরতে
পকেটমাইরের ফন্দিতে
[verse 2]
ঢাকাইয়া সোব্বাসি
বাকি সবডি লাউড়া দাসী
দেখতে লাগে গরু_খাসি
নাম রাখসে তুলা রাশি
তার মায়রে দৌড়াই আমি বড় শয়তান
এদিক degree_র উপ্রে dеgree লয়া বানাস লোহার ময়দান
brother from another mother, signal বাত্তি radar
জুতা পিন্দা bata_র জন্ম থিকা ghetto gutter
তলে তলে plane চলে
লাওয়ারিশ সব আবার বলে
পাগলপাড়া দলে দলে
কেজি কেজি সিদ্ধি ডলে
একের ভাও গুড়িয়া খাও
২০০ টাকার পুরিয়া খাও
আগান_বাগান, আইডি_ভাইডি
দেশ বেইচা উড়িয়া যাও
tight পরসে কারা?
হপায় size বাড়সে জামার
শালার হাস_মুরগির খামার বানায়া
flow মারোস আমার
কারে হিগাস ভূগোল?
কথা_বার্তি মুঘল
চুগলখোরের যুগলগিলির
বাপে দিসে দখল
root bangla clan দিয়া কাঁপাই তগো মহল
direct সতর্কতা জারি কইরাই রাস্তায় মারি টহল
[chorus]
আব্বে bankas
chocolate চোখে পিন্দা sunglass
সব ঢাকাইয়ার part লয়া film_এর ভিত্রে পান খাস
হেই, ১২ মাস একই পুরান গান গাস
আর কমদামী ঘাস_পাশ
সব মাথার ভিত্রে লয়া বাজা পুঙ্গি
old town_এর হাবভাব আর ভঙ্গি
বেডা মাইনষের নিচের লুঙি
ছেম্রি মাইনষের নাকি চুঙ্গি, আঃ!
মসজিদ আর মাদ্রাসা, মন্দিরতে
রিকশাওয়ালার ঘণ্টিরতে
পকেটমাইরের ফন্দিতে
[outro]
ঘাড় ফাটা খায়া মাথার তাঁরকাঁটা
আব্বে, ভোলপুরের নল কাটা
daily চলে বিড়ি পাতা
we be them root boy danda_ta
দেশি বাংলা bambaataa
bassline শুইনাই কান ফাটা
ঘাড় ফাটা খায়া মাথার তাঁরকাঁটা
আব্বে, ভোলপুরের নল কাটা
daily চলে বিড়ি পাতা
we be them root boy danda_ta
দেশি বাংলা bambaataa
bassline শুইনাই কান ফাটা
كلمات أغنية عشوائية
- stockz - diamond hands كلمات أغنية
- tmeupteddy - babylon كلمات أغنية
- we were giants - section i كلمات أغنية
- lonelyhills - posteduponrblx كلمات أغنية
- adeban - money كلمات أغنية
- trist - v temnu spanilém كلمات أغنية
- limbocrew - ♥ norte كلمات أغنية
- abe great - siixer talj كلمات أغنية
- fun people - break your obsesions كلمات أغنية
- innerspace - eastern sky كلمات أغنية