
master d - phenomenon كلمات أغنية
সে যে করে খেলা
চোখে চোখে
মনের ভুলে
চলে হেলে দুলে
হাসি চোখে
খোলা চুলে
হাসি মাখা ঠোঁটে
লজ্জায় লাল লাল
দেখে ঘুরে ঘুরে
হয়ে যাই বেসামাল
দেখি ঘুরে ফিরে
কাছে দূরে
সুরে সুরে
জ্বলে আগুন জ্বলে
আমার বুকে আগুন জ্বলে
ধুকপুক ধুকপুক
এই বুকে বাজে তা
চোখে চোখ পড়লেই
হয় মন নাঝেহাল
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না… না…
কেন ভালোবাসে না
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক… না… না…
কেন ভালোবাসে না
দেখি তাকে দেখি দিনে রাতে
সকাল সাঝে
বাজে কানে কানে
তারি পায়ের নুপুর বাজে
কাঁপা কাঁপা ঠোঁটে
হায় সেকি তাতছানি
মন কিছু মানে না
ঠিক ভুল কি জানি
আমি বারে বারে মরীচিকারর ফাঁদে পরি
ইয়ে ইয়ে ইয়ে
খেয়ে হাবু ডুবু হাবু ডুবু
কি যে করি
না না না
এ যে চোরাবালি
অপূর্ব মায়াজাল
চোখে চোখ পড়লেই
হায় সব কুঁচবেহাল
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না… না…
কেন ভালোবাসে না
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না… না…
কেন ভালোবাসে না
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
দূরে দূরে থাকে
কেন ভালোবাসে না
كلمات أغنية عشوائية
- 葛雨晴 & 电流妹 - 小尾巴 كلمات أغنية
- sinem ünsal - sen hiç böyle sevildin mi كلمات أغنية
- the rolling stones - dead flowers كلمات أغنية
- raphinha barba - a bela e a fera كلمات أغنية
- cory asbury - endless alleluia كلمات أغنية
- asking alexandria - rise up كلمات أغنية
- shuta sueyoshi - 体温 كلمات أغنية
- manuel - a bit of eurobeat(seb version ) كلمات أغنية
- yamine - payroll كلمات أغنية
- acw star - pahlawan devisa كلمات أغنية