kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

manna dey - misti ekta gandha royechhe كلمات أغنية

Loading...

মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
কেউ না জানিয়ে এসে
কাওকে না পেয়ে
গেছে কি ঘুরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
এলেমেল ছড়ানো ছিল যা
তার দুটি হাত সাজিয়ে দিল তা
এলেমেল ছড়ানো ছিল যা
তার দুটি হাত সাজিয়ে দিল তা
চিনি কি চিনি কোথায় সে থাকে
কাছে না দূরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
ফুলদানিটার রুপ ফিরে গেছে
কি করে বলি কেন রেখে গেছে
সদ্য ফুটানো পদ্য কলি
কেন রেখে গেছে
সদ্য ফুটানো পদ্য কলি
পুরানো দিপ এর কাজল মুছিয়ে
নতুন শিখা টি গেছে জ্বেলে দিয়ে
পুরানো দিপ এর কাজল মুছিয়ে
নতুন শিখা টি গেছে জ্বেলে দিয়ে
কি পেয়ে হারালো নিশি হাওয়াটা মরে ঘুরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
কেউ না জানিয়ে এসে
কাওকে না পেয়ে
গেছে কি ঘুরে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে
রয়েছে ঘরটা জুড়ে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...