
manna dey - katodin dekhini tomay كلمات أغنية
Loading...
শিরোনামঃ কতদিন দেখিনি তোমায়
কথাঃ প্রণব রায়
সুরঃ কমল দাশগুপ্ত
কণ্ঠঃ মান্না দে
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
(end)
كلمات أغنية عشوائية
- what so not - lone (slumberjack remix) كلمات أغنية
- s god - eversosoftly كلمات أغنية
- krystal keith - can't buy you money كلمات أغنية
- bvlcony (ny) - in my head كلمات أغنية
- issa ben dardaf عيسى بن دردف - ismy liby - أسمي ليبي كلمات أغنية
- summer jike (吉克隽逸) - summer time كلمات أغنية
- riko (miyu tomita) & regu (mariya ise) - deep in abyss كلمات أغنية
- anonymous - hot pockets and shitty sonnets كلمات أغنية
- yung trappa - деньги (money) كلمات أغنية
- d.nadie - malos tragos كلمات أغنية