
manbits - bharshammo (ভারসাম্য) lyrics
verse-
দর্পণে অর্পণ আপন প্রতিবিম্ব,
আছড়ে ভেঙ্গে চুরমার,ধ্বনির প্রতিফলন।
ভ্রান্ত বিশ্বাসে লক্ষ্য হাতড়ে ফেরে,
গতি থমকে যায়,স্মৃতির বিস্মরণ।
ব্যর্থতার গ্লানি বিবেক কামড়ে খায়,
(শুধু)আমি একা জড়তায়, এগিয়ে যায় সবাই
আদৌ বদলাবে কি এমন পরিস্থিতি?
সময় পরিভ্রমণ কারোর-ই সাধ্য নয়।
pre-chorus
পায়ে আবদ্ধ শেকল,দুচোখে অস্থিরতা,
হতাশায় ধামাচাপা আন্তঃ অগ্নিশিখা।
গরজ বড় বালাই, তবু টনক অনড়!
ঝড়ো-কাক তালকানা, রন্ধ্রে রন্ধ্রে অন্ধ আশা!
chorus
মিশ্রণ, ভারসাম্য, যন্ত্রণা, হতাশা
অবচেতনে গভীর।
প্রস্তুতি ভিন্ন কোন উপায়,
দাড়াতে হবে পেরিয়ে বাধা।
verse-
দর্পণে অর্পণ আপন প্রতিবিম্ব
স্বীয় সৃষ্ট কারাগারে, জীবন অসহনীয়।
হীনমন্যতায় আত্ম-প্রত্যয়ের ক্ষয়
জগত-টা সংকীর্ণ, তবে কোথায় করুণাময়।
নিয়তির পরিহাস বলতে কিছু নেই,
কৃতকর্ম যেমন হবে,ফল পাবে তেমন-ই।
উত্থান-পতন জীবনে অনন্য
প্রবল-মনোবল বিজয়ে অতি আবশ্যক।
pre-chorus
বিলম্ব তবে কেনো, সময় স্তব্ধ নয়!
শুরু যদি শুরু হোক আজ এখনি।
অতীত বদলানো যে কারোর-ই সাধ্য নয়,
অনুতপ্ত সবাই, নয় সময় পথচারী।
chorus
মিশ্রণ, ভারসাম্য, যন্ত্রণা, হতাশা
অবচেতনে গভীর।
প্রস্তুতি ভিন্ন কোন উপায়,
দাড়াতে হবে পেরিয়ে বাধা।
bridge-1
ভয়-সংশয় সকল গ্লানি
প্রশ্বাসের সাথে নিঃশেষ হোক
চেষ্টাতে মুছে যাক ব্যর্থতা
এই শেষ, শেষবার-তবে কেনো থমকে থাকা।
bridge-2
যথেষ্ট হীনমন্যতা, যথেষ্ট উপহাস
সহ্যের সীমা মাত্রা ছাড়ায়
নিপাত যাক ব্যর্থতা-আ-আ-আ।
chorus- —
উন্মাদ ঘোড়ার লাগাম ধরে
ব্যর্থতা পেছনে ধুলো ওড়ায়।
প্রতিজ্ঞা অবচেতনে গভীর
ধুলো থেকে আমার সৃষ্টি।
كلمات أغنية عشوائية
- maher zain - sepanjang hidup (for the rest of my life malay version) lyrics
- starlito - baby mama trauma lyrics
- emmanuel ogunsanwo (emmadriod) - i'm return (gooba remix) lyrics
- sam the kid - tributo lyrics
- biosphere ft ciki - strangers // romanized lyrics
- michelle nascimento - poderoso é o senhor lyrics
- ginero - ily (sm) lyrics
- the mookmann - bob ross jones lyrics
- potsu - reaching for a star lyrics
- party bois - voices carry lyrics