
mahbub - tumi ki keboli chobi كلمات أغنية
Loading...
তুমি কি কেবলই ছবি, শুধু
পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড়
আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে
আঁধারের যাত্রী গ্রহ
তারা রবি,
তুমি কি তাদের মতো
সত্য নও।
হায় ছবি, তুমি শুধু
ছবি॥
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে
নিয়েছ যে ঠাঁই– আজি তাই
শ্যামলে শ্যামল তুমি,
নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে
পেয়েছে তার অন্তরের
মিল।
নাহি জানি, কেহ
নাহি জানে–
তব সুর বাজে মোর
গানে,
কবির অন্তরে তুমি
কবি–
নও ছবি, নও ছবি, নও শুধু
ছবি॥
তুমি কি কেবলই ছবি
lyrics added by ashok chandra shil
كلمات أغنية عشوائية
- roots - the lesson pt. 1 كلمات أغنية
- tim mcgraw - train no.10 كلمات أغنية
- timoria - alleluiah كلمات أغنية
- timoria - bella bambola كلمات أغنية
- timoria - boccadoro كلمات أغنية
- timoria - brain machine كلمات أغنية
- timoria - cerco di te كلمات أغنية
- timoria - europanic كلمات أغنية
- timoria - fino in fondo كلمات أغنية
- timoria - fioriscono كلمات أغنية