
mahadi - shunil boruna كلمات أغنية
Loading...
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
كلمات أغنية عشوائية
- operators - ecstasy in my house كلمات أغنية
- madsen - jeder für jeden كلمات أغنية
- donny j - kiss and smoke كلمات أغنية
- elijah storm - be true كلمات أغنية
- enzo dong - you porn كلمات أغنية
- baby bash - that's what the pimpin's there for كلمات أغنية
- tanaka - slave كلمات أغنية
- civil war - children of the grave (digpak bonus track) كلمات أغنية
- kollegah - bossplaya كلمات أغنية
- akerele - dark clouds كلمات أغنية