
mahadi - babodhan كلمات أغنية
Loading...
শিল্পীঃ মাহাদী
অ্যালবামঃ বন্দনা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ আসিফ ইকবাল
যোগ করেছেন: এম এ রহমান রুমান
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
كلمات أغنية عشوائية
- väike pets - tupsuta كلمات أغنية
- the cypher effect - yuma, arizona كلمات أغنية
- bugge wesseltoft - i think it's gonna rain today كلمات أغنية
- alex g & shaun reynolds - starships كلمات أغنية
- lil jay - ice cream paint job (pbc remix) كلمات أغنية
- problem - last love كلمات أغنية
- myk check - beautiful كلمات أغنية
- a$ap rocky - get high كلمات أغنية
- jay waldo - tick tock كلمات أغنية
- el barrio - me voy al mundo (a mi madre ana) كلمات أغنية