
mahaan with 6 strings feat. ishtiaque - prithibi shundor كلمات أغنية
Loading...
উড়ে যাবে সুখ, চেয়ে রব
হয়তো না পাব, হয়তো পাব
ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেচে রব
কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
চলে যাব দূরে ঐ দূর অজানায়
হারাবো সুর মোহনায়,
লুকিয়ে রব কোন এক শ্যামল মায়ায়
সবুজের ঐ সীমানায়।
কাকডাকা ভোর সপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস,
জোনাকির দল দলবেঁধে চল
আঁধারে হবে বসবাস।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
সহস্র রাত আর দখিনা বাতাস
করল মাতাল আবাস,
তেপান্তরের ঐ মাঠ পেরিয়ে
আঁধারে হবে বসবাস।
আমার ছোট্ট নদী
আমার ভাঙা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর।।
كلمات أغنية عشوائية
- wekko - dollar general كلمات أغنية
- ron suno - make it hot كلمات أغنية
- lil mami barbz - high كلمات أغنية
- dalete hungria - deus te escondendo كلمات أغنية
- christa couture - separation / agreement كلمات أغنية
- maku - poison كلمات أغنية
- wheelers - the feeling كلمات أغنية
- cmat - rent كلمات أغنية
- iceycloud - trucks coming كلمات أغنية
- mbilia bel - la beauté d'une femme كلمات أغنية