
mac manik featuring priya moni - lokkhishona كلمات أغنية
lokkhishona | mac manik featuring priya moni
song : lokkhishona
music arrenger : mac manik
studio : mac manik studio
lyricist : s a haque olik
singer : priya moni
song credit
s a haque olik
hridoy khan
লক্ষীসোনা
আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু
মায়া ভরা তোরই মুখে।
লক্ষীসোনা
আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু
মায়া ভরা তোরই মুখে।
কলিজা তুই আমার
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
তুই আমার জীবন
তুই ছাড়া মরণ
তুই যে আমারই
সাত রাজারও ধন।
তুই আমার জীবন
তুই ছাড়া মরণ
তুই যে আমারই
সাত রাজারও ধন।
কলিজা তুই আমার
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
তুই চাঁদের কণা _
তুই ছানা বোনা
তুই যে আমারই _
সব সুখেরই ঘর।
তুই চাঁদের কণা _
তুই ছানা বোনা
তুই যে আমারই _
সব সুখেরই ঘর।
কলিজা তুই আমার
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই
জীবনের চেয়ে আরো দামি।
كلمات أغنية عشوائية
- smash cast - (let's start) tomorrow tonight (smash cast version) كلمات أغنية
- the last emperor - prisoner كلمات أغنية
- gabriel black - crystal cage كلمات أغنية
- ladea - 4 minutes كلمات أغنية
- kiera carey - bodak fuck hoes كلمات أغنية
- calhoun & hosier - the throne كلمات أغنية
- remonttimies - mennään naimisiin كلمات أغنية
- reyli barba - tonto enamorao كلمات أغنية
- lil scrappy - n , what's up كلمات أغنية
- document one - document one - sonic manipulator كلمات أغنية