mäc härder - raucher كلمات الأغنية
Loading...
are you ready
jump jump jump jump jump
শুধুই হাত দেখি আমি পড়ে থাকে
মুঠো করে সাদা কালো নীল বেগুনী
সারাঘর জুড়ে ঘুরে বেড়ায়
শত মানুষের ছায়া।
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা।
অনেক ধোয়ার নিচে অসম অহংকার
চেনা মানুষের মাঝে অমানুষের বাস
পাথুরে চোখে ভয়ের শেষ আচড়
মেটায় তোমার তৃষ্ণা।
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা।
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা।
كلمات أغنية عشوائية
- walkie - бестелесные (bodiless) كلمات الأغنية
- waterparks - sorry as i’ll ever be (1997 demo) كلمات الأغنية
- joão neto & frederico - branca de neve (ao vivo) كلمات الأغنية
- lilbubblegum - rambo كلمات الأغنية
- francisca valenzuela - una noche contigo كلمات الأغنية
- oreskaband - アーモンド [almond] كلمات الأغنية
- cicero nogueira - o nosso deus sabe كلمات الأغنية
- westerman - blue comanche كلمات الأغنية
- midox - morningstar 1 كلمات الأغنية
- dorian nox - nuvole كلمات الأغنية