
mäc härder - raucher كلمات أغنية
Loading...
are you ready
jump jump jump jump jump
শুধুই হাত দেখি আমি পড়ে থাকে
মুঠো করে সাদা কালো নীল বেগুনী
সারাঘর জুড়ে ঘুরে বেড়ায়
শত মানুষের ছায়া।
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা।
অনেক ধোয়ার নিচে অসম অহংকার
চেনা মানুষের মাঝে অমানুষের বাস
পাথুরে চোখে ভয়ের শেষ আচড়
মেটায় তোমার তৃষ্ণা।
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা।
তুমি পারোনা হারাতে তোমার আদিম উল্লাস
তোমার নিশ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা।
كلمات أغنية عشوائية
- the smiths - back to the old house (hatful of hollow version) كلمات أغنية
- dkg kie - capalot كلمات أغنية
- kidcrybaby - baggy clothes كلمات أغنية
- osamason - lot كلمات أغنية
- t-ara (kor) - 괜찮아요 (it's okay) [remix version] كلمات أغنية
- don pina - na via (feat. nigga mbay) كلمات أغنية
- dvrst - every time again كلمات أغنية
- calamity jane (grunge band) - strychnine كلمات أغنية
- qfeileadh - プレヤ كلمات أغنية
- redwxxd - fantasy كلمات أغنية