
m rahat - rasul amar kolija كلمات أغنية
يا رسول الله يا حبيب الله
يا رسول الله يا حبيب الله
يا رسول الله يا حبيب الله
يا رسول الله يا حبيب الله
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
ধরা হতে করলে তুমি
জুলুম অবসান।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
যখন রাসূল তোমায় শুনি
করছে অপমান
ঘরে বসে যায়না থাকা
যায় যদিও প্রাণ।
যখন রাসূল তোমায় শুনি
করছে অপমান
ঘরে বসে যায়না থাকা
যায় যদিও প্রাণ।
হাসিমুখে আমার জীবন
দেবো করে দান।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
অমানিশার আধার তুমি
আলো জ্বেলে দিলে
মানবতার মুক্ত পাখি
প্রিয় নবী ছিলে।
অমানিশার আধার তুমি
আলো জ্বেলে দিলে
মানবতার মুক্ত পাখি
প্রিয় নবী ছিলে।
চাঁদের মতো মিষ্টি হাসি
থাকতো মুখে ভেসে
তার অপমান সইবো না আর
উঠ মুসলিম জেগে।
চাঁদের মতো মিষ্টি হাসি
থাকতো মুখে ভেসে
তার অপমান সইবো না আর
উঠ মুসলিম জেগে।
ধরা হতে সব অপবাদ
করব অবসান।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
ধরা হতে করলে তুমি
জুলুম অবসান।
রাসুল আমার কলিজা যে
রাসুল আমার প্রাণ
ছড়িয়ে যায় মরু থেকে
রাসুল ফুলের ঘ্রাণ।
كلمات أغنية عشوائية
- טל סונדק - shuv lachzor - שוב לחזור - tal sondak كلمات أغنية
- untitled worship - shouldn't have كلمات أغنية
- plinofficial - exotic كلمات أغنية
- kayuk - vegas كلمات أغنية
- cryptomilk - odio كلمات أغنية
- bad buji - yakuza كلمات أغنية
- дети автократии (autocracy kids) - радары (radars) كلمات أغنية
- dj tomekk, silla & coolio - ballin كلمات أغنية
- ghostygand - distorsi kognitif كلمات أغنية
- šemsa suljaković - bivši كلمات أغنية