kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

m rahat - hijol bon كلمات الأغنية

Loading...

হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুণ কেঁদে ডাকি
দেয় না সাড়া নীরব গহীন বন
বাতাসে তার ব্যথার গুঞ্জরণ ॥

কোথাও আর সাগর আকাশ মুখোমুখি
কিংবা পাতা ফুলের লুকোলুকি
কারো ছড়ার নিবিড় নিমন্ত্রণ
যেমন দিবস রাতের আলিঙ্গন ॥

বিচিত্র এই অনন্ত সংসার
সবাই শুধু ছুটছে দুর্নিবার
পাখির পাখায় সময় সন্দীপন
হৃদয় বুঝি তাই করে ক্রন্দন ॥

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...