kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

m rahat - aj josna rate tarar mela كلمات أغنية

Loading...

আজ জোছনা রাতে তারার মেলা
জোনাকি আলো কথা কয়
আর আমার মনের মাঝে
তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।

মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরিঝির
মন চায় পরে থাকি সিজদায় নত করে শির
প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।

চাঁদিমার লোকচুরি শুভ্র মেঘের আড়ালে
এ কেমন সুখ বল আঁধারের অন্তরালে
কামিনির সুরভিতে এ লগন হয় মোহময়
আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় (প্রভু) ।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...