
lucifer 369 - verse to her كلمات أغنية
সে বলে জান ,আমি বলি ভালোবাসি!
সে বলে প্রাণ ,আমি বলি তোমার হাঁসি!
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি
ছুটে আসে রাই যতবার শ্যামের বাঁশি
ডাকে কাছে তাকে ফুলের পানে মৌমাছি
তারপর ঠোঁটে লেগে মধু শুধু
অন্ধকার গলিতে যেন কালাজাদু
(কালাজাদু হবে কালো কোনো রাতে
তারা বন্দী যেমন সুন্দরীর হাতে
মধুরাতে তাকে বধূ সাজে দেখে
মনের হাজার আশা দুষ্টুমি যে শেখে)x2
সে বলে জান ;আমি বলি ভালোবাসি
সে বলে প্রাণ ;আমি বলি তোমার হাঁসি
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি
ছুটে আসে রাই যতবার শ্যামের বাঁশি
ডাকে কাছে তাকে ফুলের পানে মৌমাছি
তারপর ঠোঁটে লেগে মধু শুধু
অন্ধকার গলিতে যেন কালাজাদু
সে বলে জান ;আমি বলি ভালোবাসি
সে বলে প্রাণ ;আমি বলি তোমার হাঁসি
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি
كلمات أغنية عشوائية
- kid web$ter - fries كلمات أغنية
- sara (rus) - наваждение (obsession) كلمات أغنية
- bresh - qua dentro كلمات أغنية
- l7arbaoui - strada & sahara كلمات أغنية
- young rebxl - jersey luv كلمات أغنية
- пи4алька (prod) - инфинити (infinity) كلمات أغنية
- dorian grau - aber mit liebe كلمات أغنية
- rebuilt boys - four week nuisance كلمات أغنية
- such nick - guy group كلمات أغنية
- epifiev - no radars كلمات أغنية