kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lucifer 369 - ami achi كلمات الأغنية

Loading...

hook
(হাতে ব্লেড যেতে বহুদূর
রাতে ঘুম পাড়াবে
মায়ের গানের নরম সুর
চোখে জল কেন মুছে ফেল সব
বাবা পাথর হবে দেখে খুঁকির শব)x2

verse 1
ভেবে দেখ তুমি আজকে যাকে ভালোবেসে
রক্তে ভেসে শেষে যাচ্ছো দূরে স্বপ্ন দেশে
হাজার স্মৃতি রেখে বুড়ো বুড়ির বুকে
দেখেছিল যারা স্বপ্ন তোমার চোখে
লক্ষী রূপে যারা এনেছিল ঘরে
হাজার দুখেও যারা রেখেছিল তোমায়
যত্নে দুধেভাতে সুখে
verse 2
জানি আমি আছো তুমি দোটানায়
পরে ভালোবাসা বাবা মাকে পাশে চাই
চলতে চলতে আরো কত পথচলা বাকি
হার মানলে থামলে কি চলবে নাকি
বিশ্বাস রাখো জানপাখি
আমি আছি তোমার বিশ্বাসে
আর প্রতি নিঃশ্বাসে আমি আছি
আর প্রতি নিঃশ্বাসে আমি আছি

outro
হাতে ব্লেড যেতে বহুদূর
রাতে ঘুম পাড়াবে
মায়ের গানের নরম সুর
চোখে জল কেন মুছে ফেল সব
বাবা পাথর হবে দেখে খুঁকির শব

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...