
lucifer 369 - ami achi كلمات أغنية
Loading...
hook
(হাতে ব্লেড যেতে বহুদূর
রাতে ঘুম পাড়াবে
মায়ের গানের নরম সুর
চোখে জল কেন মুছে ফেল সব
বাবা পাথর হবে দেখে খুঁকির শব)x2
verse 1
ভেবে দেখ তুমি আজকে যাকে ভালোবেসে
রক্তে ভেসে শেষে যাচ্ছো দূরে স্বপ্ন দেশে
হাজার স্মৃতি রেখে বুড়ো বুড়ির বুকে
দেখেছিল যারা স্বপ্ন তোমার চোখে
লক্ষী রূপে যারা এনেছিল ঘরে
হাজার দুখেও যারা রেখেছিল তোমায়
যত্নে দুধেভাতে সুখে
verse 2
জানি আমি আছো তুমি দোটানায়
পরে ভালোবাসা বাবা মাকে পাশে চাই
চলতে চলতে আরো কত পথচলা বাকি
হার মানলে থামলে কি চলবে নাকি
বিশ্বাস রাখো জানপাখি
আমি আছি তোমার বিশ্বাসে
আর প্রতি নিঃশ্বাসে আমি আছি
আর প্রতি নিঃশ্বাসে আমি আছি
outro
হাতে ব্লেড যেতে বহুদূর
রাতে ঘুম পাড়াবে
মায়ের গানের নরম সুর
চোখে জল কেন মুছে ফেল সব
বাবা পাথর হবে দেখে খুঁকির শব
كلمات أغنية عشوائية
- morrigans - un día cualquiera كلمات أغنية
- mgk666 كلمات أغنية
- nanookidd - feeling's aside كلمات أغنية
- joshua marshall - diamond eyes (remastered) كلمات أغنية
- atom and his package - p.p. (doo-doo) كلمات أغنية
- cpm 22 - revolução كلمات أغنية
- chelsea cullen - delta dawn كلمات أغنية
- gio (rapper) - cell block كلمات أغنية
- bbno$, lentra & crosby - rgb money كلمات أغنية
- cj anfernee - apoca-liips كلمات أغنية