lopamudra mitra - tora je ja bolish bhai كلمات الأغنية
Loading...
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই॥
সে-যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা।
সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা।
আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই–
আামি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই॥
তোরা পাবার জিনিস হাতে কিনিস, রাখিস ঘরে ভরে–
যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে।
আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে–
আমার ফুরোয় পুঁজি, ভাবিস, বুঝি মরি তারি শোকে?
আমি আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই।
আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই
كلمات أغنية عشوائية
- michael martin murphey - rhymes of the renegades كلمات الأغنية
- justin garner - if you fall كلمات الأغنية
- nina sky - connection كلمات الأغنية
- elan atias - slave to love كلمات الأغنية
- nina simone - the time is now كلمات الأغنية
- iron wine - grace for saints and ramblers كلمات الأغنية
- patrizio buanne - maybe this summer (estate) كلمات الأغنية
- we still stand alive - 1000 gallows كلمات الأغنية
- sandy denny - the battle of evermore كلمات الأغنية
- you am i - what i don't know 'bout you كلمات الأغنية