kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lopamudra mitra - e pare mukhor holo keka oi كلمات أغنية

Loading...

এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

এক কহে, আর_একটি একা কই
একা…
শুভযোগে কবে হব দুঁহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়

এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়

এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে

আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে

ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
আকাশের প্রাণ করে হূহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়

এ পারে মুখর হল কেকা ওই
কেকা…
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...