lopamudra mitra - aloker aei jhorna dharae كلمات الأغنية
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার_কাঠি ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও
নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও
আমার পরান_বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান
আমার পরান_বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান
তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
كلمات أغنية عشوائية
- maximus (usa) - listen كلمات الأغنية
- ismael rivera - san miguel arcangel كلمات الأغنية
- guldimund - i har ikke valgt hinanden كلمات الأغنية
- linkin park - massive كلمات الأغنية
- nebulh - perfect dark كلمات الأغنية
- ruins - misonta كلمات الأغنية
- jockey (dfw) - painter's tape كلمات الأغنية
- the march violets - dress 4 u كلمات الأغنية
- kiid spyro - adolescence كلمات الأغنية
- edx rap battles - j.r.r. tolkien vs shigeru miyamoto كلمات الأغنية