
lopamudra mitra - akash bhara surja tara كلمات أغنية
Loading...
আকাশভরা সূর্য_তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা সূর্য_তারা, বিশ্বভরা প্রাণ
অসীম কালের যে হিল্লোলে জোয়ার_ভাটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা সূর্য_তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
كلمات أغنية عشوائية
- teo & the cosmic neighborhood - clutter كلمات أغنية
- will tulip - runaway كلمات أغنية
- barney - the alphabet parade كلمات أغنية
- vüqar əbdülov - mirzə dayı كلمات أغنية
- vano 3000 - running away كلمات أغنية
- genco ecer - legal كلمات أغنية
- neo phlames - carolina كلمات أغنية
- honeyworks - love anthem كلمات أغنية
- young soorma - bad boi كلمات أغنية
- david giguère - l'atelier كلمات أغنية