kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lopamudra mitra - akash amay bhorlo aloye كلمات أغنية

Loading...

আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়

নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বালাস
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বালাস
আমার মনের রাগ রাগিনি
রাঙা হলো রঙীন তানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামেনা যে
নীল আকাশের সোনার আলোয়
কচি পাতার নুপূর বাজে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামেনা যে
নীল আকাশের সোনার আলোয়
কচি পাতার নুপূর বাজে
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...