
logarhythm - jobab chai lyrics
[intro]
চাই, চাই, জবাব চাই
চাই, চাই, জবাব চাই
চাই, চাই, জবাব চাই
[chorus]
এখনো বসে যে চুপ
আমাদের জবাব চাই
এবার তো হলো যে খুব
আমাদের জবাব চাই
শেষে যে হয়নি প্রশ্ন
আমাদের জবাব চাই
পাইনি এখনো জবাব
তাই, আমাদের জবাব চাই
[verse 1]
কতবার?
কতবার হবো আর হতবাক
নেই কোনো ক্ষমতা জনতার
পুরো যে রচনা ছলনার
নেই কোনো গণনা
শহরের মায়াতে হারানো মমতা
ফাইলের এই চাপে পড়ে কত ঘটনা
তাই বলি খর্গট তুলে নাও দ্রৌপদী
ডেকো না কৃষ্ণের শতনাম
প্যান্ডেলে কোটি টাকার শক্তি পূজা
পেছনেতে সতীর বটি টুকরো হাজার
বঙ্গলক্ষীর জন্যে ভক্তি কত রাজা
পারলে করে ঘরের নিজের লক্ষী পাচার
কারার ঐ লৌহ কপাট ভাঙতে চাইছে নজরুল আবার
ভেবো না বাল্মীকি শান্ত, চাইলে হয়ে যাবো হিংস্র ডাকাত
বিধানের বিধির এই শহরের স্বপ্ন
এটা কি বিধাতা লিখেছে ধংস?
বেরোবে কেউটে বানালে গর্ত
আর এই সাপেই পেয়েছে বর তো স্পষ্ট
ফুলের ডার্বি খেলায় বাংলা ভাঙা
আর এই খেলায় করে হে নষ্ট
কবে যে পাল্টাবে প্রশ্নটা স্পষ্ট
কবে যে পাল্টাবে কারণ
[chorus]
এখনো বসে যে চুপ
আমাদের জবাব চাই
এবার তো হলো যে খুব
আমাদের জবাব চাই
শেষে যে হয়নি প্রশ্ন
আমাদের জবাব চাই
পাইনি এখনো জবাব
তাই, আমাদের জবাব চাই
[verse 2]
চশমার frame টা গোল, গান্ধি না vision টা নেতাজীর
শব্দ, ছন্দ, অর্থ এছাড়া আমার আর কোনো সেনা নেই
কালো যে সাদা সে পাঞ্জাবি
তার থেকে বেঁচে আর কোনো যে নেতা নেই
আমার একটাই স্বপ্ন, শহীদ ভগৎ
দুলহান হে আজাদি
মা_বোনের পাশেতে দাঁড়িয়ে দিদি নেই
প্রধানের মন্ত্রীদের নিয়মে নীতি নেই
হাড়িতে চাল চাই, চাকরিটার ছিড়ি নেই
যুবকের জীবিকা জ্বলছে বিড়িতেই
কি করে এতদূর গড়ালো চূণ কি?
পকেটে পেটো যে ভয় পেতো গুলতি
দোকানে কেক খেতো
আজ দোকানটা ভাঙার দেয় হুমকি
কতদিন শিল্পটা বানিজ্য
শিল্পীরা বানের জলে
শিল্পীদের আত্মা হত্যা করানো
ভেসেছে money_র জলে
আইন ও কানুনে আগুন নেই
তাই মশালে জনতার সময় আজ
যে দেশে কন্যা পূজা হয়
সে কত আর দেখবে অভয়া
[chorus]
এখনো বসে যে চুপ
আমাদের জবাব চাই
এবার তো হলো যে খুব
আমাদের জবাব চাই
শেষে যে হয়নি প্রশ্ন
আমাদের জবাব চাই
পাইনি এখনো জবাব
তাই, আমাদের জবাব চাই
Random Lyrics
- eptos uno - eptos uno - cypher lyrics
- yadrin - sapphire (ft. ian hopeless) lyrics
- london yellow - pp song lyrics
- murovei - лин (lin) lyrics
- oly - broken wings lyrics
- xerath - witness lyrics
- louis elton - not as far as the sun lyrics
- ishman bracey - trouble hearted blues (take 1) lyrics
- mark saunders - iii.vii.mcmxcix lyrics
- yuuta - aquele lugar lyrics