
lily islam - aji borsha raater sheshe كلمات أغنية
Loading...
আজি বর্ষারাতের শেষে
সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥
বেণুবনের মাথায় মাথায়
রঙ লেগেছে পাতায় পাতায়,
রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে॥
এই ঘাসের ঝিলিমিলি,
তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি।
মাটির প্রেমে আলোর রাগে
রক্তে আমার পুলক লাগে-
বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে॥
كلمات أغنية عشوائية
- emma - davvero كلمات أغنية
- suran - 오늘 취하면 (wine) كلمات أغنية
- the wav3 - w.a.y.s (part 2) كلمات أغنية
- didier super - je veux être une star (3ème tentative) كلمات أغنية
- cryonic temple - heroes of the day كلمات أغنية
- vagenda - where are you? كلمات أغنية
- angela dimitriou - λείπεις (leipeis) كلمات أغنية
- dirty south - all of us كلمات أغنية
- peej - roze كلمات أغنية
- lonepsi - relations كلمات أغنية