
level five - shuvro probhat كلمات أغنية
Loading...
[verse 1]
শুভ্র প্রভাত
হাঁটছি একা
স্মৃতির পথে
হারিয়ে একা
মৃদু বাতাসে
যেন করছে খেলা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো আলোর খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
[verse 2]
এবার এলো সূর্য উদয়ের পালা
মুচকি হাসি, একটু বাঁকা
ফুরিয়ে এলো স্বপ্নের পাতা
বাকি আর একটি পাতা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
كلمات أغنية عشوائية
- sonyae - boomerang كلمات أغنية
- rachel dean & david brush - back then (reprise) كلمات أغنية
- aidan swift - thog don't care كلمات أغنية
- baan$hee - jump كلمات أغنية
- vaktal - black future [vektor cover] كلمات أغنية
- womcadole - ハタチノボクへ (hatachi no bokue) كلمات أغنية
- amogus sus imposter - sussso!!! (gummo sus version) كلمات أغنية
- papa charlie jackson - four eleven forty four كلمات أغنية
- detroit l-o - fearless كلمات أغنية
- tede - przezioom كلمات أغنية