level five - shuvro probhat كلمات الأغنية
Loading...
[verse 1]
শুভ্র প্রভাত
হাঁটছি একা
স্মৃতির পথে
হারিয়ে একা
মৃদু বাতাসে
যেন করছে খেলা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো আলোর খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
[verse 2]
এবার এলো সূর্য উদয়ের পালা
মুচকি হাসি, একটু বাঁকা
ফুরিয়ে এলো স্বপ্নের পাতা
বাকি আর একটি পাতা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
كلمات أغنية عشوائية
- naeem - woo woo woo كلمات الأغنية
- trunky juno - so cool كلمات الأغنية
- charles gilbert spross - will o' the wisp كلمات الأغنية
- super beaver - おかげさま (thanks) كلمات الأغنية
- dj tham - panacea (with xarotin) كلمات الأغنية
- rakhim - drug كلمات الأغنية
- ghibran - i am vishwank roy كلمات الأغنية
- la la love you - dime por qué كلمات الأغنية
- makk - dao sam sve كلمات الأغنية
- super beaver - あなた (you) كلمات الأغنية