kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

level five - shotto mitthey كلمات الأغنية

Loading...

[verse 1]
স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি
স্বপ্ন দেখার সাহসটাকে এখন হারিয়েছি
মানুষকে স্বপ্ন দেখায়, কেন সেটা দেখি
সব দিয়ে তবু কেড়ে নেয়ার খেলাটা খেলি

[chorus]
চাই না আমার বোঝার বুঝ, চাই না কোনো আলো
সব হারিয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো
চলছি আমি ব্যর্থ মানুষ, নাইবা বিনোদন
তোমার কাছে কান্না আমার, অরণ্যে রোদন

[verse 2]
হয়তো আমার কথাগুলো দাম দেবে না তুমি
বুঝবে না কেউ জানবে না কেউ, এমনটাই তো আমি
ফুরিয়ে গেলো লেখার পাতা, লিখার জন্য কালি
অভিমানটা আমারই থাক, তাইতো তুমি কবি

[instrumental break]

[guitar solo]

[chorus]
একলা আমি কে বলেছে, দুঃখ আবার কী?
দুঃখের সাথে বন্ধুত্বটা কবেই করেছি
একলা আমি কে বলেছে, দুঃখ আবার কী?
দুঃখের সাথে বন্ধুত্বটা কবেই করেছি
চাই না আমার বোঝার বুঝ, চাই না কোনো আলো
সব হারিয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...