
level five - gholate megh كلمات أغنية
Loading...
[verse 1]
ঘোলাটে মেঘ, কাঁচের গ্লাস
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
[verse 2]
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে
[pre_chorus]
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার_আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার_আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
كلمات أغنية عشوائية
- preacher boy - a person's mind كلمات أغنية
- frambo - aereoplani كلمات أغنية
- manuel aspidi - c'è qualcosa tra noi كلمات أغنية
- christy ringrose - my heart is in the north كلمات أغنية
- lil skies - how you feel كلمات أغنية
- natkong & pleng - บอกไลน์ดีมั้ย كلمات أغنية
- amir tataloo - to ke bekhay mitooni كلمات أغنية
- devonté hynes - untitled/no name (demo 1) كلمات أغنية
- sirvan khosravi - baroone payizi (live in tabriz 2020) كلمات أغنية
- good rats - bed and a bottle كلمات أغنية