kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

level five - gholate megh كلمات الأغنية

Loading...

[verse 1]
ঘোলাটে মেঘ, কাঁচের গ্লাস
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?

[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ

[verse 2]
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে

[pre_chorus]
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার_আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার_আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...