level five - gholate megh كلمات الأغنية
Loading...
[verse 1]
ঘোলাটে মেঘ, কাঁচের গ্লাস
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
[verse 2]
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে
[pre_chorus]
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার_আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার_আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
كلمات أغنية عشوائية
- l1mos - токсикация (toxication) كلمات الأغنية
- jaden gray - overtime كلمات الأغنية
- choi seong (최성) - jelly! كلمات الأغنية
- hauntingclaire - dead on the dancefloor كلمات الأغنية
- feltz or f3ltzyy - drunk كلمات الأغنية
- sadé awele - no love lost كلمات الأغنية
- jean, the badass - seventy-five كلمات الأغنية
- the lettermen - willow weep for me كلمات الأغنية
- small hoop - old car كلمات الأغنية
- pontus & amerikanerna - jag vill ha en egen måne كلمات الأغنية