
level five - alshemi كلمات أغنية
Loading...
[pre_chorus]
কখনো কি ভেবে দেখেছো
কেন আকাশ নীল ?
কখনো কি ভেবে দেখেছো
কেন ঘাসফরিং উড়ে বেড়ায় চিন্তাহীন?
রাতের ভীত তারারা লুকিয়ে পড়ে নিদ্রাহীন?
[chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
[pre_chorus]
কখনো কি তুমি দেখেছো
রঙিন স্বপ্নের নীল?
দেখেছো কি মেঘের মাঝে
লুকিয়ে থাকা আকাশ নীল ?
তোমার আমার না বলা কথার
মাঝে এক অবুঝ মিল
[chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
كلمات أغنية عشوائية
- marcus smith - hey love كلمات أغنية
- ufo361 - homerun كلمات أغنية
- lil flip - take you there كلمات أغنية
- angelina michaels - slut 4 jesus كلمات أغنية
- drake - fountains كلمات أغنية
- bobby peterson - irresistable you كلمات أغنية
- re-flex - flxrkt كلمات أغنية
- d. migdilix - la tristesse كلمات أغنية
- every hour kills - vacua كلمات أغنية
- k.a.a.n. - take me back كلمات أغنية