
left atrium - আমি চাইনি এ অনুভুতি كلمات أغنية
Loading...
তবে জানি এ নয় সময়
তবু শুধু হয় অকারন ভয়।
যদি সে হারায়
ফেলে রেখে আমায় অপূর্ণতায়।
তাই যদি হয়
হয়তো হারাতে পারবো না আর
মনে ধরে এ অজানা ভার।
মনে শুধু সংশয়
তবু তোমায় ভেবে যাই
ধরতে চায় সে আলো
আবছা আশায়।
আমি চাইনি এ অনুভুতি
যার শেষ অপূর্ণতায়।
চেয়েছি শুধু পৌঁছাতে
নতুন এ পথের সীমানায়।
তবু কেনো আমার ই স্বপ্নের রঙ হারিয়ে যায়
ধুসর হতে ধুসরে সব হারায় হতাশায়।
আমি ধরে রাখতে চাই না এ স্বপ্ন মনে
যা দেবে শুধু আমায় ব্যর্থ অনুভুতি।
ভেবে নেবো এ ছিলো এক ভুল পথের দিশা
যার শেষে খুজে পেয়েছি শুধুই হতাশা।
كلمات أغنية عشوائية
- crooked hill - white vans كلمات أغنية
- 安田レイ (rei yasuda) - blooming كلمات أغنية
- blxty - lost كلمات أغنية
- figures of light - it's lame كلمات أغنية
- christ dillinger - how to snitch كلمات أغنية
- onetwothree - adventure كلمات أغنية
- boy hero - vivian grey كلمات أغنية
- caitlyn shadbolt - shoot out the lights كلمات أغنية
- every time i die - white void كلمات أغنية
- fauves, the - shouldn't have read your diary كلمات أغنية