
lata mangeshkar - priyotamo ki likhi tomay كلمات أغنية
Loading...
কি লিখি তোমায়?
প্রিয়তম…
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
কৃষ্ণচূড়ার বনে ছায়া_ঘন পথ
আঁকা_বাঁকা পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
কৃষ্ণচূড়ার বনে ছায়া_ঘন পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
বসে আছি বাতায়নে
তোমারই আশায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
কত কথা কয়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
গুনগুন করে মন
ব্যথারও ছায়ায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
كلمات أغنية عشوائية
- 1974 ad - pathai deu كلمات أغنية
- rita - ריטה - hapa'am - הפעם كلمات أغنية
- depth strida - flex // trust issues كلمات أغنية
- george moir - blame كلمات أغنية
- artemwhite - что будет дальше? (what will happen next?) كلمات أغنية
- peerless quartet - au revoir but not goodbye soldier boy كلمات أغنية
- cbrand - legendary كلمات أغنية
- rip eternal - notice my glance كلمات أغنية
- renne dang - paranoia كلمات أغنية
- изипизи (yungoffpeezy) - mood كلمات أغنية